Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভগবানপুর-১নং ব্লকের দরিদ্র, দুঃস্থদের ত্রাণ বিলি

কোভিড-১৯ রোগের সংক্রমনের কারণে সারা রাজ্যব্যাপি তৃতীয় দফায় দীর্ঘ লকডাউন চলছে। এই লকডাউনের ফলে জনজীবন প্রায় সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়েছে। রোজগারী মানুষজন দীর্ঘদিন গৃহবন্দী এবং কর্মহীন হওয়ায় খাদ্যের অভাব দেখা দিয়েছে।

এই কল্পনাতীত পরি…




কোভিড-১৯ রোগের সংক্রমনের কারণে সারা রাজ্যব্যাপি তৃতীয় দফায় দীর্ঘ লকডাউন চলছে। এই লকডাউনের ফলে জনজীবন প্রায় সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়েছে। রোজগারী মানুষজন দীর্ঘদিন গৃহবন্দী এবং কর্মহীন হওয়ায় খাদ্যের অভাব দেখা দিয়েছে।

এই কল্পনাতীত পরিস্থিতিতে দিন আনা দিন খাওয়া মানুষের অপরিসীম দুর্দশায় তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর-১নং ব্লকের অন্তর্গত কোটবাড়ের বাসিন্দা   দেবব্রত প্রধান এবং আর কয়েকজন মিলে কোটবাড়, দলবাড়, চৌদুনিয়া, কলাবেড়িয়া, চড়াবাড় ও শ্যামচক গ্রামের দারিদ্র্য সীমার নীচে বসবাসকারী ১৫০টি  দুঃস্থ অসহায় পরিবারের পাশাপাশি বিকলাঙ্গ, বিধবা ও ভবঘুরেদের  হাতে খাদ্যসামগ্রী তুলে দিলো। বয়স্কদের ঔষধ দেওয়া হয়।

প্রতিটি পরিবারকে, ৫০০ গ্রাম মুসুর ডাল, ৫০০গ্রাম রান্নার তেল, ১ কেজি লবন, ১কেজি মুড়ি, সোয়াবিন, ছোলা, হলুদ, ডিম,বিস্কুট ইত্যাদি রেশন সামগ্রী তুলে দেওয়া হলো।

এর পাশাপাশি সমগ্র কোটবাড় বিদ্যাসুন্দরী সাংসদ এলাকা চুন এবং ব্লিচিং দিয়ে স্যানিটাইজ করা হয়।

No comments