দীর্ঘ লকডাউন পর সোমবার থেকে শর্ত সাপেক্ষে কাঁথি বাজারের খোলা হল সমস্ত দোকান।কিন্তু খুললো না হোটেল,রেস্টুরেন্ট,সেলুন,বিউটি পার্লার প্রভৃতি। তাছাড়া চৈত্র সেল,নববর্ষ,অক্ষয় তৃতীয়ার মত বাঙালির বৃহৎ অনুষ্ঠানে করোনার দাপটে হাতগুটিয…
দীর্ঘ লকডাউন পর সোমবার থেকে শর্ত সাপেক্ষে কাঁথি বাজারের খোলা হল সমস্ত দোকান।কিন্তু খুললো না হোটেল,রেস্টুরেন্ট,সেলুন,বিউটি পার্লার প্রভৃতি। তাছাড়া চৈত্র সেল,নববর্ষ,অক্ষয় তৃতীয়ার মত বাঙালির বৃহৎ অনুষ্ঠানে করোনার দাপটে হাতগুটিয়ে বসে থাকতে হয়েছিল ব্যবসায়ীদের। কবে লকডাউন উঠবে তা ভেবে হতাশ হয়ছ পড়েছিল কাঁথির ব্যবসায়ীরা।কিন্তু আজ কাঁথি শহরে দোকানপাট খোলায় ব্যবসায়ীদের মুখে ফুটেছে হাসি।
No comments