Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৫০০ পরিবারের হাতে ক্লাব ইন্দিরা পক্ষ থেকে রান্না করা খাবার তুলে দেওয়া হল

ক্লাব ইন্দিরা পক্ষ থেকে  ক্লাবের সভাপতি তথা রামনগর বিধানসভার জনপ্রিয় বিধায়ক মাননীয় #অখিল_গিরি মহাশয়, ও ক্লাব সম্পাদক তথা জেলা তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি মাননীয় #সুপ্রকাশ_গিরি মহাশয়ের উদ্যোগে  "কল্পতরু" প্র…



 ক্লাব ইন্দিরা পক্ষ থেকে  ক্লাবের সভাপতি তথা রামনগর বিধানসভার জনপ্রিয় বিধায়ক মাননীয় #অখিল_গিরি মহাশয়, ও ক্লাব সম্পাদক তথা জেলা তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি মাননীয় #সুপ্রকাশ_গিরি মহাশয়ের উদ্যোগে  "কল্পতরু" প্রকল্পের মাধ্যমে প্রতিদিনের ন‍্যায় আজ ষষ্ঠ দিনে যেমন কাঁথি শহরের প্রায় 500 পরিবারের হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হলো ঠিক তার সাথে সাথে আজ কাঁথি মহকুমা হাসপাতালে সকল নার্স, স্বাস্থ্য কর্মী ও রোগীদের খাবার দেওয়া হলো ৷ সঙ্গে সাস্থ্য কর্মীদের জন্য মাস্ক ও সাবান তুলে দেওয়া হয় হাসপাতালের ব‍্যবহারের জন্য. এই মহতি যজ্ঞে উপস্থিত ছিলেন  রত্নদীপ মান্না, সুরজিত নায়ক, কল্লোল ঘোষ, ঋতম দাস মহাপাত্র, 

No comments