পরিযায়ী শ্রমিক বোঝাই একটি বেসরকারি বাস হায়দ্রাবাদ থেকে কাঁথি শহরে এসে পৌঁছালো শুক্রবার।এদিন বিকেলে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে বাসটি আসা মাত্রই সিভিক পুলিশরা বাসটিকে থামিয়ে কাঁথি থানায় খবর দেয়।জানা গিয়েছে,ওই বাসটি সহ বাসে থাক…
পরিযায়ী শ্রমিক বোঝাই একটি বেসরকারি বাস হায়দ্রাবাদ থেকে কাঁথি শহরে এসে পৌঁছালো শুক্রবার।এদিন বিকেলে কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে বাসটি আসা মাত্রই সিভিক পুলিশরা বাসটিকে থামিয়ে কাঁথি থানায় খবর দেয়।জানা গিয়েছে,ওই বাসটি সহ বাসে থাকা প্রায় ৩৫ জন পরিযায়ী শ্রমিকদের কোয়ারেন্টাইনে পাঠিয়েছে।এই ঘটনার পর ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
No comments