করোনা চিকিৎস্যা প্রক্রিয়ায় যুক্ত থাকায়
এবার এক চিকিৎস্যককে সামাজিক বয়কটের শিকার হতে হল ।প্রতিবেশীদের অমানবিক আচরনের মুখে মানসিক যন্ত্রনার শিকার তাঁর তিন বছরের সন্তান ও স্ত্রীও।করোনা মহামারির বিরুদ্ধে চিকিৎস্যক-নার্স-স্বাস্থ্য কর…
করোনা চিকিৎস্যা প্রক্রিয়ায় যুক্ত থাকায়
এবার এক চিকিৎস্যককে সামাজিক বয়কটের শিকার হতে হল ।প্রতিবেশীদের অমানবিক আচরনের মুখে মানসিক যন্ত্রনার শিকার তাঁর তিন বছরের সন্তান ও স্ত্রীও।করোনা মহামারির বিরুদ্ধে চিকিৎস্যক-নার্স-স্বাস্থ্য কর্মীদের জীবন বাজী রেখে লড়াইয়ের মাঝে কয়েক জন প্রতিবেশীর এমন অমানবিক আচরনের বিরুদ্ধে সোচ্চার হয়েছে সার্ভিস ডক্টরস ফোরাম ।
পুর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ার
বিএমওএইচ ডা: দিব্যজ্যোতি বাসু ।তিনি এবং তাঁর পরিবার হেনস্থার শিকার।প্রসঙ্গত পুর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকার মধ্যে হলদিয়াতেই করোনা আক্রান্তের সংখ্যা বেশী ।
জানা গেছে ডা: দিব্যজ্যোতি বাসু হলদিয়া একটি বেসরকারি আবাসনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন।অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করোনার বিরুদ্ধে লড়াইতে জনতা কার্ফু ঘোষনার দিন থেকেই আবাসনের বাকী বাসিন্দাদের থেকে
হেনস্থার শিকার হতে শুরু করেন এই চিকিৎস্যক।অভিযোগ বর্তমানে সেই হেনস্থা চরম পর্যায়ে পৌঁচেছে।এমনকি করোনার বিরুদ্ধে নিজের ও পরিবারের জীবন বাজী রেখে লড়াই করে যাওয়া এই চিকিৎস্যককে নানা ভাবে হুমকী দেওয়া হচ্ছে।পরিবার নিয়ে থাকলেও লিফট বন্ধ করে দেওয়া হয়েছে।তিন বৎসরের বাচ্চাকে বাড়ির বাহিরে বেরাতে নিষেধ করেছে আবাসনের বাকী বাসিন্দারা।ডা: দিব্যজ্যোতি বাসু জানিয়েছেন এই মানসিক অত্যাচারের মধ্যেও তিনি প্রতিদিন ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছেন মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে।তবে এই সময় তিনি বাড়িতে না থাকায় পরিবারের বাকী
সদস্যদের নিয়ে খুব চিন্তায় থাকেন।তাই বাধ্য হয়ে স্বাস্থ্য প্রশাসন,মহকুমা শাসক ও থানায় অভিযোগ জানিয়েছেন ।
ঘটনাটা জানার পরে সার্ভিস ডক্টরস ফোরাম নামে চিকিৎস্যকদের সংগঠন আন্দোলনে নেমেছে।এই ঘটনার প্রতিবাদে,এই চিকিৎস্যক ও তার পরিবারের সুরক্ষার দাবী জানিয়ে আগামীকাল শনিবার
পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক ও পুলিশ সুপারকে ডেপুটেশন দেবেন তাঁরা।
চিকিৎস্যক ও তাঁর পরিবারের সদস্যদের সামাজিক বয়কট করার ঘটনা জানার পরে শিল্প শহর জুড়ে এই আবাসনের বাকী সদস্যদের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়া শুরু হয়েছে এলাকা জুড়ে
No comments