Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এগরা মহকুমা বইমেলা ও এগরা প্রেসক্লাবের করোনা ও আর্তদের সহয়তা

২৬ শে মে মঙ্গলবার এগরা মহাকুমা বইমেলা ও এগরা প্রেস ক্লাবের উদ্যোগে  এবং 'জনতার কথা 'ও 'ইফকো এগরা'র সহযোগিতায় করো না পরিস্থিতির শিকার এমন ও আম্ফানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন এ…


 ২৬ শে মে মঙ্গলবার এগরা মহাকুমা বইমেলা ও এগরা প্রেস ক্লাবের উদ্যোগে  এবং 'জনতার কথা 'ও 'ইফকো এগরা'র সহযোগিতায় করো না পরিস্থিতির শিকার এমন ও আম্ফানে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এদিন এগরা দীঘা মোড় স্থিত আই সি ডি এস কেন্দ্রে পৌরসভার  ১৪ টি ওয়ার্ডে  সমস্যা জর্জরিত ১৫০  পরিবারে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য কিট (আলু-২কেজি, পেঁয়াজ-১কেজি, আটা -১কেজি, ডাল,সোয়াবিন, সুজি, চিনি, ছোলা, মুড়ি, সরিষা তেল- প্রতিটি ৫০০ গ্ৰাম, ডিম- ৫টি,মাক্স -১টী,সাবান -১টি,ভিটামিন-সি ট‍্যাবলেট ১০টি ) ৫২৫টাকা মূল‍্যের  প‍্যাকেট উপহার দেওয়া হয়। সূচনাপর্বে উপস্থিত ছিলেন বই মেলার প্রধান পৃষ্ঠপোষক বিধায়ক সমরেশ দাস,  এগরা পৌরসভার প্রশাসক চেয়ারম্যান শংকর বেরা, মঞ্জুশ্রী পঞ্চায়েতের উপ প্রধান তথা বই মেলার আজীবন সদ‍স‍্য প্রকাশ রায় চৌধুরী, প্রাক্তন‍ উপ পৌর প্রধান বীরেন নায়ক, বিদ‍্যাসাগর ব‍্যাঙ্কের ডেপুটি ম‍্যানাজার আশীষ দাস,   বইমেলার কার্যকরী সভাপতি ও এগরা প্রেসক্লাবের সভাপতি বীরকুমার শী, বই মেলার সহ-সভাপতি ডা: কালিপদ প্রধান,  সহ সম্পাদক  সত‍্যব্রত সাউ,ডা:এন কে প্রধান, প্রধান শিক্ষক নবকান্ত জানা ও কমল কুমার পন্ডা, স্বাস্থ্য কর্মী কবি মিঠু সিং, এগরা ইফকো ইউনিটের সুমন দাস প্রমুখ। ছিলেন এগরা প্রেসক্লাবের সাংবাদিক ও বই মেলার সদস্য সদস‍্যাগণ।
 সম্পাদক গৌরীশংকর মহাপাত্র জানান  কবি সাংবাদিক গণ যেমন সংবাদ ও সাহিত্য পরিবেশন করে তেমনি মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে সহায়তা করে। ১৪টি ওয়ার্ডে থাকা খাদ্য সংকটে থাকা ৭ তৃতীয় লিঙ্গের মানুষ, প্রতিবন্ধী সহ ১৫০ জনকে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়। আগামী দিনে ব্লক গুলিতে ও এমন সহায়তা কর্মসূচির পরিকল্পনা রয়েছে।  আই সি ডি এস কেন্দ্রে পরিষেবা দানের আগে ও পরে এগরা দমকল দিয়ে স‍্যানিটাইজ করা হয়।লকডাউন ও সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচিতে অংশগ্রহণে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান  আয়োজক সংস্থা গুলির সম্পাদক সাংবাদিক গৌরীশংকর মহাপাত্র।

No comments