পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া-মেচেদা জাতীয় সড়কে মঙ্গলবার পথ দুর্ঘটনায় মৃত্যু হল সায়ন্তী গুচ্ছাইত(১৯)নামের এক ছাত্রীর।জানা গিয়েছে, মামার মোটরসাইকেলে বসে নিজের বাড়ি দেউলিয়া থেকে রাধামণি আসার সময় হঠাৎই কোলাঘাট কালী মন্দিরের কাছে নি…
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া-মেচেদা জাতীয় সড়কে মঙ্গলবার পথ দুর্ঘটনায় মৃত্যু হল সায়ন্তী গুচ্ছাইত(১৯)নামের এক ছাত্রীর।জানা গিয়েছে, মামার মোটরসাইকেলে বসে নিজের বাড়ি দেউলিয়া থেকে রাধামণি আসার সময় হঠাৎই কোলাঘাট কালী মন্দিরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের পিছনে ধাক্কা মারে ওই মোটরসাইকেল আরোহী।এরপর ঘটনাস্থলে মৃত্যু হল ওই ছাত্রীর।তাছাড়া ওই মোটর সাইকেল আরোহীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
No comments