Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

news breakingঃ আম্ফানের ঘূর্ণিঝড়ে ফুলচাষীদের ক্ষতিপূরনের দাবী

লকডাউন ও আমফানে ক্ষতিগ্রস্ত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ,হাওড়া, উত্তর ও দক্ষিণ পরগনা, নদিয়া, হুগলি  সহ রাজ্যের ফুলচাষ সংশ্লিট জেলাগুলির ফুলচাষীদের অবিলম্বে ক্ষতিপূরণ প্রদানের দাবিতে আজ রাজ্যের উদ্যানপালন দপ্তরের মন্ত্রী আব্দুর রে…


লকডাউন ও আমফানে ক্ষতিগ্রস্ত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ,হাওড়া, উত্তর ও দক্ষিণ পরগনা, নদিয়া, হুগলি  সহ রাজ্যের ফুলচাষ সংশ্লিট জেলাগুলির ফুলচাষীদের অবিলম্বে ক্ষতিপূরণ প্রদানের দাবিতে আজ রাজ্যের উদ্যানপালন দপ্তরের মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লাকে ই.মেলে স্মারকলিপি দিল সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতি।


সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,দীর্ঘ লকডাউন ও আমফান ঘূর্ণিঝড়ের প্রভাবে   রাজ্যের ফুলচাষ সংশ্লিষ্ট জেলাগুলির ফুলচাষ একেবারে ধুলিস্যাৎ হয়ে গিয়েছে। এমনিতেই লকডাউনে ফুল বিক্রি হচ্ছিল না। তারপর ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাতে ফুলবাগানগুলিতে জল জমে ও ফুলগাছ পড়ে গিয়ে চাষ একেবারে নষ্ট হয়ে গিয়েছে। আর কয়েক মাস পরে দুর্গাপুজো। পূজায় ফুল সরবরাহ রাখতে গেলে এখনই নুতন করে ফুলচাষীদের চাষে হাত দিতে হবে।



কিন্তু তাদের সে সামর্থ্য নেই। এই মুহূর্তে সরকারি সাহায্য না পেলে কোনোভাবেই চাষিরা পরবর্তী চাষে হাত দিতে পারবে না। তাই মন্ত্রীর কাছে এই স্মারকলিপি জমা দিয়ে এককালীন ক্ষতিপূরণের আবেদন করেছি।

No comments