ভয়াবহ আম্ফানে ঝড়ে রামনগর বিধানসভা এলাকার সটিলাপুর অঞ্চলের একমাত্র নিহত অন্নপূর্ণা প্রামানিক এর বাড়ি গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানালেন রামনগর বিধানসভার জনদরদী বিধায়ক মাননীয় অখিল গিরি , সেই সাথে তিনি ব্যাক্তিগত ভাবে তাঁর …
ভয়াবহ আম্ফানে ঝড়ে রামনগর বিধানসভা এলাকার সটিলাপুর অঞ্চলের একমাত্র নিহত অন্নপূর্ণা প্রামানিক এর বাড়ি গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জানালেন রামনগর বিধানসভার জনদরদী বিধায়ক মাননীয় অখিল গিরি , সেই সাথে তিনি ব্যাক্তিগত ভাবে তাঁর বিধায়ক হিসাবে প্রাপ্ত ২ মাসের বেতন মোট পঞ্চাশ_হাজার (৫০,০০০) টাকা তুলে দিলেন নিহতের স্বামী জনার্দন প্রামানিকের হাতে ৷ এবং আগামী দিনে পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন ৷
সথে উপস্থিত ছিলেন রামনগর ২ ব্লকের পূর্ত কর্মাধক্ষ্য মানস পাত্র, স্থানীয় প্রধান বিনাপানী জানা, অমিয় জানা, তাপস গিরি প্রমুখ ৷
No comments