করোনার আবহে সুরাপ্রেমীদের জন্য সুখবর দিয়ে বাংলা, মহারাষ্ট্র, কর্নাটক ও অসমের মতো রাজ্যে রেড জোনেও খুলতে যাচ্ছে স্ট্যান্ড অ্যালোন মদের দোকান।
বাংলার ক্ষেত্রে সূত্রের খবর, স্ট্যান্ড অ্যালোন মদের দোকান খুলে যাবে সোমবার থেকেই। রেড …
করোনার আবহে সুরাপ্রেমীদের জন্য সুখবর দিয়ে বাংলা, মহারাষ্ট্র, কর্নাটক ও অসমের মতো রাজ্যে রেড জোনেও খুলতে যাচ্ছে স্ট্যান্ড অ্যালোন মদের দোকান।
বাংলার ক্ষেত্রে সূত্রের খবর, স্ট্যান্ড অ্যালোন মদের দোকান খুলে যাবে সোমবার থেকেই। রেড জোনের ক্ষেত্রে দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত খোলা থাকবে মদের দোকান। তবে, কনটেইনমেন্ট জোনে থাকবে না মদের দোকান খোলার সুযোগ। গ্রিন ও অরেঞ্জ জোনের জন্য দোকান খোলার সময়সীমা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা। যদিও সরকারের একটা অংশ জানাচ্ছে, রেড জোনে দোকান খোলা হতে পারে মঙ্গলবার থেকে। তবে, স্ট্যান্ড অ্যালোন মদের দোকান খোলা থাকলেও খোলা যাবে বার বা শপিং মলের ওয়াইন শপ।
No comments