Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে দু:স্থদের দান করলো ছেলে মেয়েরা

মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে নিজেদের এলাকার প্রায় ১০০টি দু:স্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করলো মৃতার ছেলেমেয়েরা ।
পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির কামদেব নগরের বাসিন্দা স্মৃতিকণা মাইতি গত ২৩ এপ্রিল পরলোক গমন করেন ।৩ মে অর্থা…





মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে নিজেদের এলাকার প্রায় ১০০টি দু:স্থ পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করলো মৃতার ছেলেমেয়েরা ।
পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির কামদেব নগরের বাসিন্দা স্মৃতিকণা মাইতি গত ২৩ এপ্রিল পরলোক গমন করেন ।৩ মে অর্থাৎ রবিবার  ছিল তার শ্রাদ্ধানুষ্ঠান।ধর্মীয় রীতি মেনে সেই শ্রাদ্ধানুষ্ঠান করেন দুই পুত্র তুহিন মাইতি ও তুষার মাইতি এবং একমাত্র কন্যা তনুশ্রী মাইতি ।ধর্মীয় রীতি মেনে শ্রাদ্ধানুষ্ঠান করলেও লৌকিকতা মেনে কাউকে বাড়িতে ডেকে খাওয়ায়নি মাইতি পরিবার।প্রয়াত স্মৃতিকণা মাইতির ছেলেমেয়েরা জানিয়েছেন  লকডাউন চলছে তাই জমায়েত করে মানুষদের ডেকে খাওয়ানো সম্ভব নয়  ।তাছাড়া লকডাউন এর কারণে দুঃস্থ মানুষদের অন্নসংস্থানের সুযোগ নেই ।তাই এমন মানুষদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়া হয় সেইমতো রবিবার এই সমস্ত পরিবারের হাতে চাল সহ আলু-বেগুন-ঢেঁড়স প্রভৃতি সব্জী,ডাল,তেল ,লাইফবয় সাবান প্রভৃতি সামগ্রী তুলে দেওয়া হয়।মাইতি পরিবারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

No comments