Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ইন্দোরামা কোম্পানির আর্থিক সহযোগীতায় মুরগির বাচ্চা সহ খাওয়ার ঔষধ ও আনুসঙ্গিক প্রয়োজনীয় সামগ্রী বিতরন

ইন্দোরামা কোম্পানির আর্থিক সহযোগীতায় ও রামকৃষ্ণ মিশন লোক শিক্ষা পরিষদ নরেন্দ্রপুর এর তত্বাবধানে অভ্যুদয় হলদিয়ার ব্যাবস্থাপনায়  সুতাহাটা,হলদিয়া, ও মহিষাদল ব্লকের ২০ টি সংগঠনের অধীন ১৪০ টি দুস্থ পরিবারকে মুরগি পালনের জন্য ঘর তৈরি …





ইন্দোরামা কোম্পানির আর্থিক সহযোগীতায় ও রামকৃষ্ণ মিশন লোক শিক্ষা পরিষদ নরেন্দ্রপুর এর তত্বাবধানে অভ্যুদয় হলদিয়ার ব্যাবস্থাপনায়  সুতাহাটা,হলদিয়া, ও মহিষাদল ব্লকের ২০ টি সংগঠনের অধীন ১৪০ টি দুস্থ পরিবারকে মুরগি পালনের জন্য ঘর তৈরি করে দেওয়া হয়েছে তাদের প্রত্যেকের হাতে ৩০টি মুরগির  বাচ্চা সহ খাওয়ার ঔষধ ও আনুসঙ্গিক প্রয়োজনীয় সামগ্রী বিতরনের শুভারম্ভ হলো সম্পূর্ন লকডাউন মেনে আনার পুর গ্রামে।উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস ও প্রানী কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী মহাশয়। উনি করোনার সাম্প্রতিক পরিস্থিতি উদ্বেগ প্রকাশ করেন ও করোনা মোকাবিলায় ডাক্তার,নার্স ও পুলিশ প্রশাসন কে ধন্যবাদ জ্ঞাপন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভ্যুদয় হলদিয়ায় সম্পাদক প্রণব বেরা মহাশয় ও অভ্যুদয়ের প্রাক্তন সহসভাপতি পঙ্কজ কুমার মাইতি। ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/p_oBV1jdtjA

No comments