লকডাউন এর জেরে পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যে গিয়ে আটকে পড়া ও অন্য রাজ্য থেকে এই রাজ্যে এসে আটকে পড়া যে সকল মানুষ নিজেদের ব্যবস্থায় স্বস্থানে ফিরে যেতে ইচ্ছুক তাদের জন্য নিম্নলিখিত ক্ষেত্রে *ই-পাস* ইস্যু করার ব্যবস্থা করেছে …
লকডাউন এর জেরে পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যে গিয়ে আটকে পড়া ও অন্য রাজ্য থেকে এই রাজ্যে এসে আটকে পড়া যে সকল মানুষ নিজেদের ব্যবস্থায় স্বস্থানে ফিরে যেতে ইচ্ছুক তাদের জন্য নিম্নলিখিত ক্ষেত্রে *ই-পাস* ইস্যু করার ব্যবস্থা করেছে রাজ্য সরকার ঃ-
১। ছোট গাড়ী নিয়ে রাজ্যের বাইরে যাওয়ার জন্য।
২। দলবেঁধে বা গ্রুপ হিসাবে বাস নিয়ে রাজ্যের বাইরে যাওয়ার জন্য।
৩। ছোট গাড়ী নিয়ে বাইরের রাজ্য থেকে এই রাজ্যে ফিরে আসার জন্য।
৪। দলবেঁধে বা গ্রুপ হিসাবে বাস নিয়ে অন্য রাজ্য থেকে এই রাজ্যে ফিরে আসার জন্য।
এর মধ্যে ছোট গাড়ী নিয়ে রাজ্যের বাইরে যাওয়ার জন্য, আর ছোট গাড়ী এবং বাস নিয়ে এই রাজ্যে ফিরে আসার ই - পাস এর ব্যবস্থা গত দু দিনে করা হয়েছে, *আজ থেকে চালু হল* দলবেঁধে বা গ্রুপ হিসাবে বাস নিয়ে রাজ্যের বাইরে যাওয়ার জন্য ই- পাস এর ব্যবস্থা।
পশ্চিমবঙ্গ সরকারের 'এগিয়ে বাংলা' পোর্টাল www.wb.gov.in-এ নির্ধারিত লিঙ্ক অথবা হোয়াটসঅ্যাপ নম্বর 801784 5555 কিংবা 51969 নম্বরে SMS-এ যোগাযোগ করতে পারেন।
No comments