ব্লাড ব্যাংক এ রক্তের অভাব মেটানোর জন্য এগিয়ে এল হলদিয়া গভঃ স্পনসর্ড টেন ক্লাস সেকেন্ডারী স্কুলের শিক্ষক ছাত্র সমন্বয় কমিটি।https://youtu.be/ScL7JkmR67Y
আজ হলদিয়া ব্লাড ব্যাঙ্কের সহায়তায় প্রায় ৬০ জন রক্তদাতার রক্তদানে অনু…
ব্লাড ব্যাংক এ রক্তের অভাব মেটানোর জন্য এগিয়ে এল হলদিয়া গভঃ স্পনসর্ড টেন ক্লাস সেকেন্ডারী স্কুলের শিক্ষক ছাত্র সমন্বয় কমিটি।https://youtu.be/ScL7JkmR67Y
আজ হলদিয়া ব্লাড ব্যাঙ্কের সহায়তায় প্রায় ৬০ জন রক্তদাতার রক্তদানে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর তথা বিদ্যালয়ের সম্পাদক স্বপন নস্কর,স্থানীয় কাউন্সিলর শ্রীমতী জয়ন্তী দন্ডপাট,বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম বিশ্বাস , পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কমিটির সদস্য নকুল ঘাঁটি সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক বৃন্দ। আয়োজক দের পক্ষে শ্রী সুকুমার শেঠ ও শ্রী হরিপদ নস্কর জানালেন এলাকায় রক্তের অভাবে অনেক রুগি অসুবিধা য় পড়ছেন। তাই এই রক্তের অভাব মেটানোর জন্য ,কোভিড প্রোটোকল মেনে এই উদ্যোগ।
No comments