https://youtu.be/Fw8FlNaKFYc
শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা মাননীয়া তনুশ্রী জানা ও ও দিল্লি স্বর্ণ ব্যবসায়ী কার্তিক চন্দ্র মান্না মহাশয়ার সহযোগিতায় আজ বলুক -১অঞ্চলের বলু…
https://youtu.be/Fw8FlNaKFYc
শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা মাননীয়া তনুশ্রী জানা ও ও দিল্লি স্বর্ণ ব্যবসায়ী কার্তিক চন্দ্র মান্না মহাশয়ার সহযোগিতায় আজ বলুক -১অঞ্চলের বলুক গ্রামে সারা বিশ্বজুড়ে করোনাভাইরাস এর ফলে লকডাউন এ পিছিয়ে পড়া এবং এই সময় আর্থিক ভাবে পিছিয়ে পড়া 200 মানুষের হাতে খাদ্যদ্রব্য তুলে দেওয়া হল উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা মাননীয়া তনুশ্রী জানা মহাশয়া,ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার উত্তম সাহু মহাশয়,ধলহরা অঞ্চলের প্রধান আতিয়ার রহমান মহাশয়,রঘুনাথপুর 2 নম্বর অঞ্চলের প্রধান শিলাদিত্য আদক,শহীদ মাতঙ্গিনী ব্লক এর স্বাস্থ্য কর্মাদক্ষ রাজেশ হাজরা মহাশয়,কৃষি কর্মাধ্যক্ষ গৌড় মাজী মহাশয়,পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা রাখি আদক মহাশয়া এছাড়া উপস্থিত ছিলেন ঋত্বিক আদক ও দেব জিৎ প্রামানিক, সাহেব জানা সহ সমস্ত অঞ্চলের যুব নেতৃত্বরা
No comments