পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার অন্তর্গত হানুভূঞ্যা গ্রামের এক গৃহবধূ উসারানী ঘোড়ই (৪২) অভাবের তাড়নায় সব্জী চুরি করতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে মারাযায় ঘটনাস্থলে।
স্বামী গনেশ ঘোড়ই পেশায় দিনমজুর ।
স্থানীয়রা মনে করছ…
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার অন্তর্গত হানুভূঞ্যা গ্রামের এক গৃহবধূ উসারানী ঘোড়ই (৪২) অভাবের তাড়নায় সব্জী চুরি করতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে মারাযায় ঘটনাস্থলে।
স্বামী গনেশ ঘোড়ই পেশায় দিনমজুর ।
স্থানীয়রা মনে করছেন যেহেতু সারা রাজ্য জুড়ে লকডাউন চলছে,স্বামী কর্মচ্যুত হয়েছেন , ফলে ভীষণ আর্থিক অভাব দেখা দিয়েছিল সংসারে,
হয়তো এই অভাবে কারোনে, উষা দেবী পাশের বাড়ির রবীন্দ্রনাথ জানার এক সবজি বাগানে প্রায় দিনই সবজি চুরি হয়ে যেত , সেই কারণে উনি তার বাগানে জিআই তার দিয়ে বিদ্যুতের তার লাগিয়ে ঘিরে রেখে রেখেছিলেন । সেই তারে সংযোগ হওয়ায় ঊষা দেবী ঘটনাস্থলেই মৃত্যু হয় বলে মনে করছেন স্থানীয়রা।
সকালে রবীন্দ্রনাথ বাবুর নজরে আসে মৃত অবস্থায় পড়ে রয়েছে উসাদেবি।
পরে নন্দীগ্রাম থানার পুলিশ এসে ময়নাতদন্তের জন্য দেহটি নিয়ে যায়। ভিডিও দেখতে ক্লিক করুন।
No comments