করোনা ঠেকাতে ২৪শে মার্চ থেকে দেশজুড়ে চলছে লকডাউন।আর সেই লকডাউনে মধ্যে ভিক্ষা করে খেতে না পেয়ে অনাহারে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হল সুকরান বিবি(৬০)নামের এক মহিলার।শনিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার খাড় গ্ৰামে…
করোনা ঠেকাতে ২৪শে মার্চ থেকে দেশজুড়ে চলছে লকডাউন।আর সেই লকডাউনে মধ্যে ভিক্ষা করে খেতে না পেয়ে অনাহারে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হল সুকরান বিবি(৬০)নামের এক মহিলার।শনিবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার খাড় গ্ৰামে।জানা গিয়েছে,লকডাউনে ভিক্ষা বন্ধ হয়ে যাওয়ায় হাতে থাকা সমস্ত টাকা পয়সা এক এক করে শেষ হয়ে যায়।এরপর তার শেষ সম্বল কিছু থাকায় সে আত্মহত্যার পথ বেছে নেয় বলে দাবি পরিবারের। ভিডিও দেখতে ক্লিক করুন।
No comments