করোনার জেরে সচেষ্ট উপকূলের জেলা পূর্বমেদিনীপুর। এদিন মন্দারমনি কোস্টাল থানার উদ্যোগে রামনগর দুই নং ব্লককের ৮নং অঞ্চলে। প্রায় শতাধিক প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ালো পুলিশ। পাশাপাশি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় , জেলা পুলিশ সুপারের …
করোনার জেরে সচেষ্ট উপকূলের জেলা পূর্বমেদিনীপুর। এদিন মন্দারমনি কোস্টাল থানার উদ্যোগে রামনগর দুই নং ব্লককের ৮নং অঞ্চলে। প্রায় শতাধিক প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ালো পুলিশ। পাশাপাশি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় , জেলা পুলিশ সুপারের উদ্দ্যোগে ও থানার ব্যাবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই মহৎ শিবিরে ৫১ জন রক্তদাতা রক্তদান করেন। এই দুই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক অখিল গিরি, কাঁথি মহকুমা পুলিশ আধিকারিক-অভিষেক চক্রবর্তী, থানার ভারপ্রাপ্ত আধিকারিক শুভজিৎ সরকার ও বিশিষ্ট মৎস্যজীবী নেতা লক্ষী নারায়ণ জানা সহ আরো বিশিষ্ট জনের।
বিধায়ক অখিল গিরি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরন্তর প্রয়াস করোনার বিরুদ্ধে লড়াইয়ে দিন রাত এক করছেন। সারা দেশে এমন জন দরদী মুখ্যমন্ত্রী পাবেন না। রাজ্যের সমস্থ জায়গাতে চিকিৎসক,পুলিশ, স্বাস্থ্য কর্মীরা নিরন্তন যুদ্ধ করে চলেছেন। আমি ব্যাক্তিগত ভাবে এই যুদ্ধে অগ্রণীভূমিকায় যারা তাদের কে শত শত বার কুর্নিশ জানাই।
No comments