লকডাউন শুরু হওয়ার পর প্রথম তিন-চারদিন মাছের বাজার চলেছিল। কিন্তু, বাজারে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। শেষ পর্যন্ত বাজার ব্যবসায়ী সমিতি ও পুর কর্তৃপক্ষ বাজার বন্ধ রাখতে উদ্যোগী হয়। সুপার মার্কেটে লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি হয়। ক্র…
লকডাউন শুরু হওয়ার পর প্রথম তিন-চারদিন মাছের বাজার চলেছিল। কিন্তু, বাজারে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। শেষ পর্যন্ত বাজার ব্যবসায়ী সমিতি ও পুর কর্তৃপক্ষ বাজার বন্ধ রাখতে উদ্যোগী হয়। সুপার মার্কেটে লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি হয়। ক্রেতারা যেমন মাছ কিনতে না পেরে সমস্যায় পড়েন, তেমনি ব্যবসায়ীরাও বিপাকে পড়েন। শেষ পর্যন্ত ক্রেতাদের সুবিধার্থে মাছের বাজারটি চালু করা হল। ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা হয়েছে।
অন্যদিকে, সুপার মার্কেটে বন্ধ হয়ে যাওয়া সব্জি বাজার আগামী মঙ্গলবার কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে অস্থায়ীভাবে শুরু হতে পারে। ক্রেতাদের সুবিধার্থে এবং জমায়েত এড়াতে মহকুমা প্রশাসন পুর কর্তৃপক্ষ ও বাজার ব্যবসায়ী সমিতির কাছে বাজারটি স্টেডিয়ামে স্থানান্তরিত করার প্রস্তাব দিয়েছে। মহকুমা শাসক শুভময় ভট্টাচার্য বলেন, স্টেডিয়ামে অস্থায়ীভাবে বাজার বসানোর অনুমতি দেওয়া হয়েছে। সব্জি বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক বাবু ভট্টাচার্য বলেন, আমরা আলাপ-আলোচনা চালাচ্ছি।
No comments