পূর্ব মেদিনীপুর জেলার এগরায় প্রথম করোনা যোগ সামনে আসে। প্রশাসনিক সূত্রের খবর, রাজ্য সরকারের সংবেদনশীল তালিকায় রয়েছে এগরা। অথচ রবিবার এই এগরাতেই খোশ মেজাজে দোকানে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে মানুষ। এগরা থানার সামনে খোলা রয়েছে…
পূর্ব মেদিনীপুর জেলার এগরায় প্রথম করোনা যোগ সামনে আসে। প্রশাসনিক সূত্রের খবর, রাজ্য সরকারের সংবেদনশীল তালিকায় রয়েছে এগরা। অথচ রবিবার এই এগরাতেই খোশ মেজাজে দোকানে বসে চায়ের কাপে চুমুক দিচ্ছে মানুষ। এগরা থানার সামনে খোলা রয়েছে চা, পান, চশমার দোকান।চা দোকানে বসে চলছে দিব্যি আড্ডা।রাস্তায় চলছে টোটো। বাজারে উপচে পড়ছে ভিড়। নেই কোনও সামাজিক দূরত্বের বিধি নিষেধ।
No comments