করোনা-হটস্পটে হলদিয়ার চারটি এলাকা সিল করে ‘জিওগ্র্যাফিক্যাল লকডাউন’ অর্থাৎ করোনা সংক্রমিত এলাকা বিচ্ছিন্ন করার কাজ শুরু করল প্রশাসন।রবিবার হলদিয়া পুরসভার ১০ ও ১৫নম্বর ওয়ার্ডের একাংশ, সুতাহাটা এবং হলদিয়া ব্লকের দু’টি পাড়া পুলি…
করোনা-হটস্পটে হলদিয়ার চারটি এলাকা সিল করে ‘জিওগ্র্যাফিক্যাল লকডাউন’ অর্থাৎ করোনা সংক্রমিত এলাকা বিচ্ছিন্ন করার কাজ শুরু করল প্রশাসন।রবিবার হলদিয়া পুরসভার ১০ ও ১৫নম্বর ওয়ার্ডের একাংশ, সুতাহাটা এবং হলদিয়া ব্লকের দু’টি পাড়া পুলিসি-ব্যারিকেডে কার্যত সিল করে দেওয়া হয়েছে।ওই এলাকাগুলির বিভিন্ন প্রবেশপথে পুলিস ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন করেছে সংশ্লিষ্ট থানা।
No comments