Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ার বাসিন্দা গাড়িকে করোনা প্রতিরোধের প্রচার গাড়িতে রূপান্তরিত করে তাক লাগালো

রাজেশ শাসমল, হলদিয়া ঃ সমগ্র বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সংক্রমণ ভাইরাস।গোটা দেশে ২১ দিনের লকডাউন চলছে। ইতিমধ্যেই লকডাউন বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। দিনের পর দিন ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। পূর্ব মেদিনীপু…




 রাজেশ শাসমল, হলদিয়া ঃ সমগ্র বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সংক্রমণ ভাইরাস।গোটা দেশে ২১ দিনের লকডাউন চলছে। ইতিমধ্যেই লকডাউন বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। দিনের পর দিন ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি শহর কে হটস্পট জোন্স হিসেবে ধরা হয়েছে। শিল্প নগরী হলদিয়া রয়েছে তার মধ্যে ব্যতিক্রম নয়!বন্দর শহরে প্রত‍্যেক দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা।আর সেজন্য সাধারণ মানুষকে সচেতন করতে নিজের গাড়িকে করোনা প্রতিরোধের গাড়িতে রূপান্তরিত করে তাক লাগিয়েছেন হলদিয়ার এক মৎস‍্যচাষি।
 হলদিয়ার ব্রজলালচকের বাসিন্দা সেক সফি আহমেদ।শুধু শহর জুড়ে নয় জেলা জুড়ে করোনা সচেতনতা প্রচারের মুখ হয়ে উঠেছে। তিনি ইন্টারনেট দুনিয়ায় থেকে করোনা ভাইরাসের  ছবি সংগ্রহ করে নিজের গাড়িকে সাজিয়ে তুলেছে করোনা প্রচার গাড়ি হিসেবে।এবং এরপর সেই গাড়ির উপর মাইক বেঁধে প্রচার অভিযান করে বেড়াচ্ছেন শহর থেকে গ্ৰাম সর্বত্র জায়গায়।গাড়িতে রেখেছেন হ্যান্ড স্যানিটাইজার তেল,মাস্ক,সাবন। এবং গাড়িতে রেখেছেন দুঃস্থ ও অভাবের তাড়নায় দিশেহারা মানুষের জন্য সামান্য কিছু খাদ্য সামগ্রী।যেমন- চাল,ডাল,আলু, সোয়াবিন,তেল প্রভৃতি। রাস্তা বা  মোড়ের মাথায় লোক দেখলেই গাড়ি থামিয়ে নেমে তাদের বোঝাচ্ছেন ও বাড়িতে থাকতে বলছেন।তিনি কোন রকম প্রসাশনের সহযোগিতা ছাড়াই এই কাজ করে চলেছেন।এবং আগামী দিনেও যতদিন লকডাউন চলবে এই ভাবে তিনি মানুষের পাশে থাকবে বলে আশ্বাস দেন। আপাতত তিনি এখন হলদিয়া ছাড়িয়ে গোটা পূর্ব মেদিনীপুর জেলা চষে বেড়াচ্ছেন এর পর তার লক্ষ্য অন‍্যান‍্য জেলা তথা কলকাতা যাওয়ার।
 ওই যুবকের এমন অভিনব ভাবনা কে ধন্যবাদ ও কুর্ণিশ জানিয়েছেন সমগ্র জেলা বাসী তথা প্রশাসনের কর্তারা।এত মানুষের ভালোবাসা ও উৎসাহ পেয়ে তিনি জানান নিজে সারাবছরই ব্যবসার কাজে ব্যাস্ত থাকি। মানুষের পাশে দাঁড়াতে পারি না। এবার সেই সুযোগ পেয়েছি এবং তা কাজে লাগাচ্ছি। ভিডিও দেখতে ক্লিক করুন।



No comments