করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন।পূর্ব মেদিনীপুরের এগরাকে ইতিমধ্যেই সতর্কতা মূলক ভাবে 'হটস্পট' হিসেবে চিহ্নিত করেছে রাজ্য সরকার।আর সেই এগরা থানার বালিঘাইতে সোমবার খোলা সরকারি মদের দোকানে চলছে দেদার মদ ব…
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে জারি লকডাউন।পূর্ব মেদিনীপুরের এগরাকে ইতিমধ্যেই সতর্কতা মূলক ভাবে 'হটস্পট' হিসেবে চিহ্নিত করেছে রাজ্য সরকার।আর সেই এগরা থানার বালিঘাইতে সোমবার খোলা সরকারি মদের দোকানে চলছে দেদার মদ বিক্রি। অভিযোগ,গতকাল থেকে বিষয়টি তাদের নজরে আসে।আজ সকালে গ্রামবাসীরা ওই মদ দোকানকে ঘিরে বিক্ষোভ দেখায়।এরপর এগরা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও একজনকে আটক করে থানায় নিয়ে যায়। ভিডিও দেখতে ক্লিক করুন।
No comments