চলছে লক ডাউন ,আর এই লক ডাউন কে অমান্য করে পূর্বমেদিনীপুর জেলার কাঁথি ৩নং পঞ্চায়েত সমিতির নাচিন্দা বাজারে আজ সকাল থেকে মদের দোকান খুলে মদ বিক্রি করছে স্থানীয় এক রাজনৈতিক নেতা। কোন সামাজিক দূরত্ব বজায় না রেখে। সরকারি আদেশ ছা…
চলছে লক ডাউন ,আর এই লক ডাউন কে অমান্য করে পূর্বমেদিনীপুর জেলার কাঁথি ৩নং পঞ্চায়েত সমিতির নাচিন্দা বাজারে আজ সকাল থেকে মদের দোকান খুলে মদ বিক্রি করছে স্থানীয় এক রাজনৈতিক নেতা। কোন সামাজিক দূরত্ব বজায় না রেখে। সরকারি আদেশ ছাড়াই চলছে প্রকাশ্যে মদ বিক্রি। এলাকাবাসীর দাবি, এই মহামারীর পরিস্থিতির উপরে দাঁড়িয়ে। যেখানে মানুষ দু বেলা খাওয়ারের জন্য একত্রিত হচ্ছে বিভিন্ন ত্রাণ কেন্দ্রে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে। কিন্তু প্রশাসনের নাকের ডগায় বসে কি ভাবে এই কাজ চালিয়ে যাচ্ছেন, তা নিয়ে উঠছে প্রশ্ন ! অবিলম্বে ওই নেতা কে গ্রেফতার করা হোক বলে দাবি তুলেছেন স্থানীয়রা। "যদিও ওই ব্যাবসায়ী বা নেতার দাবি দোকান খোলা হয়েছে অন লাইন বুকিং নেওয়ার জন্য। যদিও দোকান খোলার বৈধ কাগজপত্র ওনার কাছে নেই, তা মেল আছে বলে দাবি করেন ব্যাবসায়ী"এই বিষয়ে আলোকপাত করার জন্য কাঁথির আবগারি দপ্তরের আধিকারিক যতীন মণ্ডল ফোন করলে উনি ফোন ধরেননি।
No comments