Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মানুষের পাশে মানুষের সাথে দেশবন্ধু ক্লাব ও এলাকার মানুষ

মহিষাদল ব্লক এর সতীশ সামন্ত গ্রাম পঞ্চায়েতের ঘাসিপুর দেশবন্ধু ক্লাব ও এলাকার কিছু শুভানুধ্যায়ী মানুষ এলাকার গাজীপুর প্রাথমিক স্কুল মাঠে সোমবার ২০০ জন ব্যক্তির হাতে চাল ডাল আলু তেল তুলে দিলেন। এই সাহায্য পেয়ে এলাকার  মানুষরা এ…



মহিষাদল ব্লক এর সতীশ সামন্ত গ্রাম পঞ্চায়েতের ঘাসিপুর দেশবন্ধু ক্লাব ও এলাকার কিছু শুভানুধ্যায়ী মানুষ এলাকার গাজীপুর প্রাথমিক স্কুল মাঠে সোমবার ২০০ জন ব্যক্তির হাতে চাল ডাল আলু তেল তুলে দিলেন। এই সাহায্য পেয়ে এলাকার  মানুষরা এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে। উপস্থিত ছিলেন সমাজসেবী কল্যাণ কুন্ডু , সমাজসেবী বিশ্বনাথ ঘোড়া ,স্থানীয় পঞ্চায়েত সদস্য সৌরেন প্রমানিক, বাপি বেরা প্রমুখ। সংস্থার কর্ণধার মৃন্ময় প্রামানিক বলেন "আমরা আমরা সারা বছর বিভিন্নভাবে সমাজ সেবামূলক কাজ করে থাকি। আমরা সকলে মিলে 5 টি গ্রামের দুঃস্থ ব্যক্তিদের হাতে চাল ডাল আলু তেল তুলে দিলাম আমরা বিগত দিনে চেষ্টা করব আরও বেশ কিছু মানুষের হাতে এই সাহায্য তুলে দেওয়ার, আমরা আজ ২০০ জন মানুষের হাতে এই সাহায্য তুলে দিলাম।" বর্তমানে কোন ভাইরাসের যে সংক্রমণ ছড়িয়েছে তা থেকে মানুষকে সতর্ক থাকার, বাইরে না বেরোনো ও খুব প্ৰয়োজন এ বেরোলে দূরত্ব বজায় রেখে চলার নির্দেশ দেন কর্মকর্তারা। ভিডিও দেখতে ক্লিক করুন।



No comments