এগরা থানার বালিঘাই টোলাকানা গ্রামে কাকা মদন মোহন মাইতি ও ছেলে সন্দীপ মাইতির সাথে জমি সংক্রান্ত গন্ডগোল চলছিল কিছুদিন ধরে। কিন্তু সেই গন্ডগোল মঙ্গলবার সকালে চরম পর্যায়ে পৌঁছায়।জায়গা সংক্রান্ত ঝগড়াঝাটি হতে হতে কাকিমা মঞ্জু মাই…
এগরা থানার বালিঘাই টোলাকানা গ্রামে কাকা মদন মোহন মাইতি ও ছেলে সন্দীপ মাইতির সাথে জমি সংক্রান্ত গন্ডগোল চলছিল কিছুদিন ধরে। কিন্তু সেই গন্ডগোল মঙ্গলবার সকালে চরম পর্যায়ে পৌঁছায়।জায়গা সংক্রান্ত ঝগড়াঝাটি হতে হতে কাকিমা মঞ্জু মাইতিকে হাঁসুয়া দিয়ে মাথায় ও হাতে কোপ মারলো ভাসুরের ছেলে সন্দীপ মাইতি ও তার স্ত্রী সুমিত্রা মাইতি।পরিবারের লোকেরা গুরুতর আহত অবস্থায় মঞ্জু মাইতিকে উদ্ধার করে এগরা সুপার স্পেসিলিটি হসপিটালে নিয়ে যায়। মঞ্জুর মাথায় ও হাতে আটটি স্টিজ হয়।এগরা থানায় অভিযোগ করেছেন মঞ্জুর স্বামী মদন মোহন মাইতি।এগরা থানার ওসি কাশীনাথ চৌধরী জানান, অভিযোগ হয়েছে। প্রকৃত কি ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
No comments