Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সোসাইটি ফর পুওর পিপল ডেভলপমেন্ট অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন ত্রাণ বিতরণ হল

অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন সোসাইটি ফর পুওর পিপল ডেভলপমেন্ট ত্রাণ বিতরণ হল কয়ালচক  70টি দুস্থ পরিবার কে শুকনো খাদ্য দ্রব্য তুলে দেওয়া হল। সংস্থার পক্ষ থেকে বলা হয়।
যারা আমাদের সংস্থাকে আর্থিকভাবে ও শুষ্ক খাদ্য দ্রব্য দিয়ে সা…





 অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন সোসাইটি ফর পুওর পিপল ডেভলপমেন্ট ত্রাণ বিতরণ হল কয়ালচক  70টি দুস্থ পরিবার কে শুকনো খাদ্য দ্রব্য তুলে দেওয়া হল। সংস্থার পক্ষ থেকে বলা হয়।
যারা আমাদের সংস্থাকে আর্থিকভাবে ও শুষ্ক খাদ্য দ্রব্য দিয়ে সাহায্য করেছেন উনাদের আবার ও ধন্যবাদ জানাই কারণ আপনাদের সহযোগিতা ছাড়া এই  কার্যক্রম সফল হতো না।
ধন্যবাদ --- উপস্থিত ছিলেন সংস্থার সদস্য সৌরভ সরকার,শুভময় মন্ডল ,সুভেন্দু দিন্ডা,শুভ দাস, বিশ্বজিৎ সামন্ত , তোতন দাশ , রবিশঙ্কর পন্ডা ,খেজুরী ২নম্বর ব্লক

No comments