করোনা প্রকোপের জন্য দুঃস্থদের ত্রাণ দিতে এগিয়ে এলো এগরা প্রভুপাদ আশ্রমের উদ্যোগে মায়াপুর ইসকন। এগরা প্রভুপাদ আশ্রমের এক ভক্ত জানালেন এই প্রভুপাদ আশ্রমের উদ্যোগে আজ থেকে আগামী ধরে তিন দিন এগরা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে দুঃস্থদের…
করোনা প্রকোপের জন্য দুঃস্থদের ত্রাণ দিতে এগিয়ে এলো এগরা প্রভুপাদ আশ্রমের উদ্যোগে মায়াপুর ইসকন। এগরা প্রভুপাদ আশ্রমের এক ভক্ত জানালেন এই প্রভুপাদ আশ্রমের উদ্যোগে আজ থেকে আগামী ধরে তিন দিন এগরা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে দুঃস্থদের মধ্য খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে।কারণ লক ডাউনে দুঃস্থ পরিবাররা কাজ হারা।দুঃস্থদের পাশে কিছু ত্রাণ নিয়ে এসে দাঁড়িয়েছে।আমাদের সাথে ত্রাণ সামগ্রী দিতে সহযোগিতা করেছেন এলাকার বিশিষ্ট সমাজসেবী জয়ন্ত সাউ।বিমল প্রহরাজ।এবং রামচন্দ্র পান্ডা সহ আরো অনেকে।আমরা এগরা পৌর এলাকার ওয়ার্ড গুলিতে দুঃস্থ দের মধ্য খিচুড়ি প্রাসাদ বিতরণ করবো। ভিডিও দেখতে ক্লিক করুন।
No comments