দীঘা মৎস্য প্রকল্প,ওসিয়ানা কমপ্লেক্সের প্রকল্প আধিকারিক,কর্মচারীবৃন্দ এবং স্থানীয় বাসিন্দা অতনু সাহু, তাপস মিশ্ররা লক ডাউন এর কারনে সমস্যায় পড়া দু:স্থদের পাশে দাঁড়ালেন।ঝাড়খন্ড থেকে কাজ করতে এসে আটকে পড়েছে কয়েকঞ্জন পরিযায়ী শ্রম…
দীঘা মৎস্য প্রকল্প,ওসিয়ানা কমপ্লেক্সের প্রকল্প আধিকারিক,কর্মচারীবৃন্দ এবং স্থানীয় বাসিন্দা অতনু সাহু, তাপস মিশ্ররা লক ডাউন এর কারনে সমস্যায় পড়া দু:স্থদের পাশে দাঁড়ালেন।ঝাড়খন্ড থেকে কাজ করতে এসে আটকে পড়েছে কয়েকঞ্জন পরিযায়ী শ্রমিক।এছাড়াও এলাকার কিছু মানুষ উপার্জনের পথ হারিয়ে অনাহারক্লিষ্ট অবস্থায় আছেন ।তাঁদের প্রত্যেকের হাতে ৫ কেজি চাল, ডাল, আলু, পেঁয়াজ, মুড়ি, বিস্কুট, সোয়াবিন, তেল, সাবান, ইত্যাদি প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হল। মৎস্য প্রকল্পের পক্ষ থেকে মনোরমা দে বলেন অনাহারক্লিষ্ট মানুষদের সহযোগিতায় দীঘা মৎস্য প্রকল্প ও ওসিয়ানা কমপ্লেক্সের কর্মীরা ভবিষ্যতে ও আরো অনেক বেশি করে কাজ করতে অঙ্গীকার বদ্ধ।
No comments