এগরা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাব ও আস্থা সোসাইটির যৌথ পরিচালনায় এগরা হটনাগর মন্দির প্রাঙ্গনে স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।রক্তদান শিবিরের উদ্বোধন করেন ক্লাব সভাপতি জয়ন্ত সাউ।উপস্থিত ছিলেন আস্থা সোসাইটির পক্ষে এগরা ঝাটুলা…
এগরা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাব ও আস্থা সোসাইটির যৌথ পরিচালনায় এগরা হটনাগর মন্দির প্রাঙ্গনে স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।রক্তদান শিবিরের উদ্বোধন করেন ক্লাব সভাপতি জয়ন্ত সাউ।উপস্থিত ছিলেন আস্থা সোসাইটির পক্ষে এগরা ঝাটুলাল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রকাশ কুসুম দাশ ও হটনাগর মন্দির ট্রাস্ট কমিটির সম্পাদক স্বপন কর মহাপাত্র সহ ক্লাবের নবারুণ রায় ও সিন্টু মালি,রামচন্দ্র দাস সহ অন্যান্যরা।এগরা ফ্রেন্ডস ইউনাইটেড ক্লাবের সভাপতি জয়ন্ত সাউ জানান সারা বছর ধরে নানা সেবা মূলক সামাজিক কাজের সাথে যুক্ত এই ক্লাব।কারোনার প্রকোপে রক্ত সংকট তাই সামাজিক দূরত্ব মেনেই এই রক্তদান শিবির।তা ছাড়া এই ক্লাব লক ডাউনে দুঃস্থদের ত্রাণ সামগ্রী সহ মাক্স বিতরণ ও সানিটাইজার ও দেয়া হয় প্রচুর দুঃস্থ মানুষদের।
No comments