Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কেন্দ্রীয় দল এগরা,তমলুক,হলদিয়া সরজমিনে ঘুরে দেখতে চান

সম্ভবত শুক্রবার পুর্ব মেদিনীপুরে আসছে কেন্দ্রীয় দল
রাজ্য সরকারের সাথে কেন্দ্রের সঙ্গে সঙ্ঘাতের আবহ এর মধ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান অপূর্ব চন্দ্র বুধবার সন্ধ্যায় রাজ্যের মুখ্যসচিবকে চার পাতার একটি চিঠি দিয়ে জানালেন পুর্ব…



সম্ভবত শুক্রবার পুর্ব মেদিনীপুরে আসছে কেন্দ্রীয় দল
রাজ্য সরকারের সাথে কেন্দ্রের সঙ্গে সঙ্ঘাতের আবহ এর মধ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান অপূর্ব চন্দ্র বুধবার সন্ধ্যায় রাজ্যের মুখ্যসচিবকে চার পাতার একটি চিঠি দিয়ে জানালেন পুর্ব মেদিনীপুর জেলার এগরা,তমলুক,হলদিয়া সরজমিনে ঘুরে দেখতে চান তাঁরা।প্রথম দিকে কারণ ব্যাখ্যা ছাড়া কেন্দ্রীয় দলকে 'ঘুরতে' দেওয়া হবে না বলে সুর চড়ালেও পরে মুখ্যসচিবকে সুর নরম করতেই হয়। চিঠি দিয়ে এদিন স্বরাষ্ট্র মন্ত্রকেও সহযোগিতার কথাই জানায় রাজ্য সরকার।বুধবার সারাদিন কার্যত কোথাও বেরোননি ওই প্রতিনিধিরা। ফলে জল্পনা শুরু হয়েছিল, আদৌ তাঁরা বেরোবেন তো? বেরোলে কোথায় কোথায় যেতে পারেন, তা নিয়েও নানা মহলে চর্চা শুরু হয়েছিল।কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রধান অপূর্ব চন্দ্র এর পাঠানো চিঠিতে এলাকা ধরে বর্ননা করা হয়েছে।তার মধ্যে রয়েছে:
পূর্ব মেদিনীপুর জেলার এগরা মিউনিসিপ্যাল মার্কেট, শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত , হলদিয়া শহর, পাঁশকুড়ার বড়মা কোভিড হাসপাতাল, তমলুক জেলা হাসপাতাল ও হলদিয়া মহকুমা হাসপাতাল এবং হলদিয়া বন্দর।এছাড়াও রাজ্যের অন্যান্য প্রান্ত গুলিতেও যাওয়ার কথা জানায় দল ।অবশেষে বৃহ্স্পতিবার সকালে প্রথমে রাজারহাটে পরে এম আর বাঙুর কোভিড হাসপাতাল পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল।রাজ্যকে দেওয়া তালিকা অনুযায়ী এরপর কলকাতা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকাও ঘুরে দেখবে এই প্রতিনিধি দল।সূত্রে খবর, কলকাতার বিভিন্ন হাসপাতাল, কোয়রান্টিন সেন্টার, বাজার, সংক্রমিত এলাকা পরিদর্শনের পর বৃহস্পতিবারই হাওড়ায় যেতে পারেন তাঁরা। তার পর তালিকা অনুযায়ী অন্যান্য জায়গায় যাওয়ার পরিকল্পনাও রয়েছে কেন্দ্রীয় প্রতিনিধিদের।সুত্রের দাবি কলকাতা,হাওড়ার পর সম্ভবত শুক্রবার পুর্ব মেদিনীপুরে আসতে পারে এই দল ।

No comments