হলদিয়ার তিনটি থানা এলাকায় নতুন করে ৪জনের করোনা পজিটিভ ধরা পড়ল। গত ২১এপ্রিল হলদিয়া মহকুমা হাসপাতালে এদের লালরসের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। ২৩তারিখ রাত ৯টা হাসপাতালে রিপোর্ট আসে। হাসপাতাল সুপার সুমনা দাশগুপ্ত জানিয়েছেন, নতুন…
হলদিয়ার তিনটি থানা এলাকায় নতুন করে ৪জনের করোনা পজিটিভ ধরা পড়ল। গত ২১এপ্রিল হলদিয়া মহকুমা হাসপাতালে এদের লালরসের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। ২৩তারিখ রাত ৯টা হাসপাতালে রিপোর্ট আসে। হাসপাতাল সুপার সুমনা দাশগুপ্ত জানিয়েছেন, নতুন করে চার জনের করোনা ধরা পড়েছে। এরা সবাই বাড়িতে ছিলেন। রাতেই বিভিন্ন থানার পুলিস গিয়ে এদের বাড়ি থেকে নিয়ে পাঁশকুড়ায় কোবিদ হাসপাতালে ভর্তি করে। এখন পর্যন্ত হলদিয়ায় মোট ৯জনের করোনা ধরা পড়ল। ভিডিও দেখতে ক্লিক করুন।
No comments