পূ্র্ব মেদিনীপুর জেলার মন্দারমনি রামকৃষ্ণ মিশনের বিধু মহারাজের হাতে ২০ লিটার হ্যান্ডওয়াস তুলে দিয়ে আবারও মানবিকতার পরিচয় দিলেন তাজপুরের এক হোটেল ব্যবসায়ী। শুক্রবার সকালে ব্যবসায়ী শান্তনু সাহা সামাজিক দায়বদ্ধতার পরিচয় নিয়ে দাঁড়াল…
পূ্র্ব মেদিনীপুর জেলার মন্দারমনি রামকৃষ্ণ মিশনের বিধু মহারাজের হাতে ২০ লিটার হ্যান্ডওয়াস তুলে দিয়ে আবারও মানবিকতার পরিচয় দিলেন তাজপুরের এক হোটেল ব্যবসায়ী। শুক্রবার সকালে ব্যবসায়ী শান্তনু সাহা সামাজিক দায়বদ্ধতার পরিচয় নিয়ে দাঁড়ালেন তাঁদের পাশে। বিধু মহারাজ বলেন, স্থানীয় গ্রামবাসীদের জন্য এই হ্যান্ডওয়াস পেয়ে আমরা খুশী। এতে গ্রামবাসীরা ও গরীব মানুষরা শুধু উপকৃতই হবেন না তারা সচেতনও হবেন। শান্তনু বাবু বলেন, ব্যাক্তিগত স্তরে আমি পুলিশ প্রশাসন, অনাথ আশ্রম ও রামকৃষ্ণ মিশনকে নিজ হাতে বানানো হ্যান্ডওয়াস দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আগামীদিনে আরও কিছু সামাজিক সংগঠনের হাতে তুলে দেওয়ার আশা রাখছি।
No comments