Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মানবিক ভবানীপুর থানার ওসি

রাতে চকদ্বীপা অঞ্চলের বাড়বাজিৎপুর গ্রামের এক গৃহবধূ প্রসব যন্ত্রনায় কাত্রাতে থাকে, লকডাউনের সময় যখন সকল রাজ্যবাসী গৃহবন্দী তখন ভবানীপুর থানার ওসি রাজা মন্ডলের সহায়তায় সুকুমার সামন্ত ঐ রোগীকে নিয়ে রাত ১২ টা নাগাদ হলদিয়া মহকুমা হ…



 রাতে চকদ্বীপা অঞ্চলের বাড়বাজিৎপুর গ্রামের এক গৃহবধূ প্রসব যন্ত্রনায় কাত্রাতে থাকে, লকডাউনের সময় যখন সকল রাজ্যবাসী গৃহবন্দী তখন ভবানীপুর থানার ওসি রাজা মন্ডলের সহায়তায় সুকুমার সামন্ত ঐ রোগীকে নিয়ে রাত ১২ টা নাগাদ হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তী করেন,
সুকুমার সামন্ত বলেন রাত ১১টা নাগাদ ওসির ফোন পেয়ে আমি ঐ পেসেন্টের বাড়িতে উপস্থিত হই,
সাথে সাথেই হলদিয়ার আরমান ভোলাকে ফোন করে সব রকম ব্যাবস্থা করি,,,আরমান ভোলাও হাসপাতালে সব রকম ব্যাবস্হা করে রাখে,,,এখন ঐ পেসেন্ট নিরাপদে আছেন, ভর্তীও হয়েছেন

No comments