বর্তমান কোরোনা ভাইরাস এর জন্য প্রতিটা মানুষ অসহায়, এবং প্রতিটা মানুষই কর্মহীন হয়ে গৃহবন্দি। আজকে বহু মানুষ কর্মহীন তার মধ্যে যে সব মানুষ দিন আনি দিন খাই এইসব মানুষের সাহায্যার্থে রামনগর বিধানসভার বিধায়ক সম্মানীয় অখিল গিরি ম…
বর্তমান কোরোনা ভাইরাস এর জন্য প্রতিটা মানুষ অসহায়, এবং প্রতিটা মানুষই কর্মহীন হয়ে গৃহবন্দি। আজকে বহু মানুষ কর্মহীন তার মধ্যে যে সব মানুষ দিন আনি দিন খাই এইসব মানুষের সাহায্যার্থে রামনগর বিধানসভার বিধায়ক সম্মানীয় অখিল গিরি মহোদয় ও বালিসাই অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে দলমত নির্বিশেষে বালিসাই অঞ্চলের পূর্ব তলকাটালিয়া গ্রাম সভায়100পরিবারের হাতে খাদ্য সামগ্রী দেওয়া হয়। উক্ত কর্মসূচিতে আজ খাদ্য সামগ্রী তুলে দেন পূর্ব মেদিনীপুর জেলার যুব তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি সুপ্রকাশ গিরি, উপস্থিত ছিলেন জেলাপরিষদের সদস্য অনুপ গিরি ,রামনগর 2 নম্বর ব্লকের খাদ্য কর্মাধ্যক্ষ বনবিহারী মাইতি, পঞ্চায়েত সমিতির সদস্যা গীতা পতি, পঞ্চায়েত সদস্য তাপস গিরি ,ও তৃণমূল যুব কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব কর্মীগণ ।
No comments