মহামারী নভেল করোনা ভাইরাস দেশ মহাদেশ মহাবিশ্ব'কে নড়িয়ে দিয়েছে।অনেক দেশের মতো আমাদের দেশ, রাজ্য, জেলা, নিজের এলাকায় আমরা গৃহবাসী।করোনা যুদ্ধে শপথ "জীবন রক্ষা করে জীবিকার লড়াই লড়বো!"
জীবন রক্ষার জন্য খাদ্যসামগ্রী সরক…
মহামারী নভেল করোনা ভাইরাস দেশ মহাদেশ মহাবিশ্ব'কে নড়িয়ে দিয়েছে।অনেক দেশের মতো আমাদের দেশ, রাজ্য, জেলা, নিজের এলাকায় আমরা গৃহবাসী।করোনা যুদ্ধে শপথ "জীবন রক্ষা করে জীবিকার লড়াই লড়বো!"
জীবন রক্ষার জন্য খাদ্যসামগ্রী সরকার রেশনের মাধ্যমে দিচ্ছে। স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তিগত ভাবে রান্না খাওয়ার সহ খাদ্যসামগ্রী সহনাগরীকগন পাচ্ছেন। অপর্যাপ্ত নয়! বেহিসাবী না হলে এই পরিস্থিতি সামলে খেয়ে আপাততঃ আমরা বাঁচবো।
আমাদের ভাবাচ্ছে এই প্যন্ডেমিক বা মহামারী নভেল করোনা নিয়ন্ত্রণে ওই মানুষদের কথা। ব্লাডসুগার, হাইপ্রেসার,হাই ডিপ্রেশান ,থাইরয়েড নিয়মিত ঔষধ খাওয়া মানুষজন কিংবা থ্যলাসেমিয়া রোগী, হার্টের রোগী, কিডনি অসুখে ভুগছেন! এই মানুষ সকলের মানবিক সাহায্যের বিশেষ প্রয়োজন! এখন সুসংহত স্বাস্থ্য পরিষেবার বাইরে আমরা সবাই গৃহবাসী। এই মানুষদের নিয়মিত ঔষধের প্রয়োজন। ঔষধের জন্য নগত অর্থের প্রয়োজন। মানুষগুলো দিনয়ানী দিনখাই দেশে লকডাউনে গৃহবন্দি। রুজি নেই রোজগার ক ই! খাদ্যে খুন্নিবৃত্তি হচ্ছে বটে কিন্তু জীবনদায়ী ঔষধ সংগ্রহে সামর্থ্যহীন ওরা। যদি আমার সামর্থের মধ্যে ওদের সাহায্য না করতে পারি,তাহলে কোভিড'19 সংক্রমণে মৃত্যুর তালিকাকে ছাপিয়ে যাবে 'এই ঔষধ না পাওয়া মানুষের' মৃত্যুর তালিকা!এটাই গূঢ় বাস্তবতা!
চলুন আমরা অনেক মানুষ যে যার মতো করে কিংবা একত্রিত করে প্রয়োজনীয় ঔষধ ওই মানুষের মধ্যে পৌঁছে দেই। নিবেদন ইতি বিনীত-
তাপস কুমার মাইতি
9933099667
No comments