অরাজনৈতিক ভাবে তিতীর্ষু পত্রিকার উদ্যোগে আজ বৈষ্ণবচক গ্রামের গৃহবন্দী ৬৫ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল। মহামারী করোনা ভাইরাস নিয়ে সচেতনতা মূলক আলোচনা করেন সম্পাদক চন্দন দাস। এই উদ্যোগকে সাধুবাদ জানান সুতাহাটার বিডিও,…
অরাজনৈতিক ভাবে তিতীর্ষু পত্রিকার উদ্যোগে আজ বৈষ্ণবচক গ্রামের গৃহবন্দী ৬৫ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল। মহামারী করোনা ভাইরাস নিয়ে সচেতনতা মূলক আলোচনা করেন সম্পাদক চন্দন দাস। এই উদ্যোগকে সাধুবাদ জানান সুতাহাটার বিডিও,সাংবাদিকবন্ধুগন,উদ্যোগকে সম্মান জানিয়ে এগিয়ে এসেছেন বন্দর কর্মী তথা সমাজসেবক প্রদীপ বিজলী। উপস্থিত ছিলেন জয়ন্ত গাইনিয়া,অমল মাজী,দুলাল আদক।আলু,ডাল,তেল,সোয়াবিন,পিঁয়াজ, সাবান,হলুদ দেওয়া হল। অসহায় মানুষ এইগুলি পেয়ে খুব খুশি।
No comments