করোনা সংক্রমণ ঠেকাতে চলছে লকডাউন।এর ফলে বাড়িতে আটকে পড়া এগরার অসহায় মানুষদের পাশে দাঁড়ালো এগরা ১ নং ওয়ার্ড দুর্গাপূজা উৎসব কমিটি।বুধবার উৎসব কমিটির এর পক্ষ থেকে বৈঁচা গ্রামের অসহায় মানুষদের বিতরণ করা হল চাল,ডাল,আলু সহ অন্য…
করোনা সংক্রমণ ঠেকাতে চলছে লকডাউন।এর ফলে বাড়িতে আটকে পড়া এগরার অসহায় মানুষদের পাশে দাঁড়ালো এগরা ১ নং ওয়ার্ড দুর্গাপূজা উৎসব কমিটি।বুধবার উৎসব কমিটির এর পক্ষ থেকে বৈঁচা গ্রামের অসহায় মানুষদের বিতরণ করা হল চাল,ডাল,আলু সহ অন্যান্য খাদ্য সামগ্রী।সেই সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী বাড়ির বাইরে না বেরানোর অনুরোধ জানান উৎসব কমিটির সদস্যরা।
No comments