করোনা আক্রান্ত থেকে মুক্ত হল পূর্ব মেদিনীপুর জেলা।পূর্ব মেদিনীপুর জেলায় ৫ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হলেন।এই ৫ জন রোগী পূর্ব মেদিনীপুর বড়মা হসপিটালে ভর্তি থাকার পর দুবার এদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে,তাই এদের সবাইকে বুধবা…
করোনা আক্রান্ত থেকে মুক্ত হল পূর্ব মেদিনীপুর জেলা।পূর্ব মেদিনীপুর জেলায় ৫ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হলেন।এই ৫ জন রোগী পূর্ব মেদিনীপুর বড়মা হসপিটালে ভর্তি থাকার পর দুবার এদের সবার রিপোর্ট নেগেটিভ এসেছে,তাই এদের সবাইকে বুধবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।পূর্ব মেদিনীপুর জেলায় করোনায় আক্রান্ত ২৭ জনের মধ্যে ২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।
যে ৫ জন করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন তারা হলেন১) রকি বিশ্বাস (নাদিয়া) মেছেদা RPF কর্মরত,২) শেখ ইমাম (হলদিয়া)
৩) শেখ মোবাইদুল ইসলাম (হলদিয়া),৪) অমিত সুকুল (হলদিয়া),৫) নাজমুল ইসলাম (হলদিয়া)
No comments