আগামী ২রা মে থেকে পূর্ব মেদিনীপুর জেলায় সহায়ক মূল্যে বোরো ধান কেনা শুরু হবে।২৪টি সিপিসি(সেন্ট্রালাইজড প্রোকিওরমেন্ট সেন্টার) ছাড়াও সিএমআর এজেন্সি-র মাধ্যমেও ধান কেনা হবে বলে রবিবার জেলা খাদ্য নিয়ামক সৈকত চক্রবর্তী জানিয়েছেন।আপা…
আগামী ২রা মে থেকে পূর্ব মেদিনীপুর জেলায় সহায়ক মূল্যে বোরো ধান কেনা শুরু হবে।২৪টি সিপিসি(সেন্ট্রালাইজড প্রোকিওরমেন্ট সেন্টার) ছাড়াও সিএমআর এজেন্সি-র মাধ্যমেও ধান কেনা হবে বলে রবিবার জেলা খাদ্য নিয়ামক সৈকত চক্রবর্তী জানিয়েছেন।আপাতত সওয়া এক লক্ষ মেট্রিকটন ধান কেনার টার্গেট নিয়ে নামছে জেলা খাদ্যদপ্তর।তাছাড়া সহায়ক মূল্যে প্রতি কুইন্টাল ১৮১৫ টাকা দরে ধান কেনা হবে।
No comments