মুর্শিদাবাদ জেলার সুতি বিধানসভার ৫২ জন জন শ্রমিক লকডাউনে ফলে আটকে পড়েন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত খন্যাডিহি অঞ্চলে। তাঁরা খাবারের অসুবিধার কথা জানান মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তিনি এ কথা জেনেই ওই শ্রমিকদের খ…
মুর্শিদাবাদ জেলার সুতি বিধানসভার ৫২ জন জন শ্রমিক লকডাউনে ফলে আটকে পড়েন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত খন্যাডিহি অঞ্চলে। তাঁরা খাবারের অসুবিধার কথা জানান মন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তিনি এ কথা জেনেই ওই শ্রমিকদের খাবারের সমস্যার সমাধান করে দেন। সেই সঙ্গে তাঁদের আশ্বাস দেন লকডাউন চলাকালীন তাঁদের সুবিধা-অসুবিধা সমস্ত কিছু তিনি দেখবেন এবং পরে তাঁদের মুর্শিদাবাদ ফেরানোর ব্যবস্থাও করবেন। এভাবে রাজ্য ও ভিনরাজ্যতে আটকে পড়া কতো অসহায় মানুষের পাশে থেকে তিনি যে সহযোগিতা করছেন তার ইয়ত্তা নেই। শুধু কি তাই? বিভিন্ন জায়গায় রান্না করা খাবার প্রতিদিন হাজার হাজার মানুষের মধ্যে বিতরণ করা থেকে শুরু করে জেলায় জেলায় কয়েক দফায় লাখো পরিবারের কাছে পৌঁছে গিয়েছে শুভেন্দু অধিকারীর তরফে পাঠানো খাদ্যসামগ্রী।
মালদহ জেলায় তিনি বিশেষভাবে সক্ষম রয়েছেন এমন পরিবারের কাছেও খাদ্যসামগ্রী পাঠিয়েছেন। জেলার প্রতিটি পঞ্চায়েত ধরে ধরে মোট সাড়ে হাজার পরিবারের কাছে তা পৌঁছে দেওয়া হয়েছে। পুরুলিয়া জেলাতেও গরিব, প্রান্তিক মানুষদের কাছে রবিবার ২৬ এপ্রিল সকাল থেকেই পৌঁছে দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীর পাঠানো খাদ্যসামগ্রী। এর বাইরেও বিপুল কর্মযজ্ঞের মাধ্যমে শুভেন্দুবাবু মানুষের পাশে রয়েছেন। তার ফাঁকেই সামলাতে হচ্ছে বিভিন্ন দফতরের কাজ। সব কাজ করছেন নীরবে। প্রচারের আড়ালে থেকেই।
No comments