এগরা:পূর্ব মেদিনীপুরঃকরোনা ভাইরাস সংক্রমণ প্রতিহত করতে বিশ্বজুড়ে দাওয়াই লকডাউন।সেই মত দেশজুড়ে টানা ১৯দিন লকডাউন চলেছে। ইতিমধ্যে ৩০মে পর্যন্ত এই দাওয়াই জারির ঘোষণা। কিন্তু মুখ্যমন্ত্রী বেসরকারি হাসপাতাল গুলিকে তাদের সাধ্যমত পর…
এগরা:পূর্ব মেদিনীপুরঃকরোনা ভাইরাস সংক্রমণ প্রতিহত করতে বিশ্বজুড়ে দাওয়াই লকডাউন।সেই মত দেশজুড়ে টানা ১৯দিন লকডাউন চলেছে। ইতিমধ্যে ৩০মে পর্যন্ত এই দাওয়াই জারির ঘোষণা। কিন্তু মুখ্যমন্ত্রী বেসরকারি হাসপাতাল গুলিকে তাদের সাধ্যমত পরিষেবা দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন, প্রযোজনে সরকারি হাসপাতালে রেফার্ড করতে।বলেছেন। কিন্তু এগরার এক বিয়ে বাড়ির ঘটনায় করোনা সংক্রমণ সামনে আসায় নড়ে চড়ে প্রশাসন। বেসরকারি হাসপাতাল তথা নার্সিং হোমগুলির স্বাভাবিক কাজ তলানিতে হাসপাতালে আজ দেখা গেলনা কাউকে। এক মাত্র ভরসা এগরা ও এস জি হাসপাতাল। প্রতিদিনের মত আজও ৮-১০জনের ডায়লিসিস হয়,বিভিন্ন রোগী দেখেন দুটি অপারেশন ও হয়েছে। নার্সিং হোমের কর্ণধার ডা:বাদল অশ্রু ঘাটা নিজে থেকে পরিষেবা দিচ্ছেন।
No comments