সারা দেশজুড়ে লকডাউনের জেরে বন্ধ দোকানপাট।রাস্তায় লোকজনও নেই।ফলে খাবারের সমস্যায় পড়ছে অনাহারী পথ কুকুরের দল ।তবে এগরা উইকেয়ারের উদ্যোগে সেই সমস্ত অনাহারী পথ কুকুরদের খাবারের ব্যবস্থা করল সোমবার।তাঁরা দুবেলা খাবার রান্না করে …
সারা দেশজুড়ে লকডাউনের জেরে বন্ধ দোকানপাট।রাস্তায় লোকজনও নেই।ফলে খাবারের সমস্যায় পড়ছে অনাহারী পথ কুকুরের দল ।তবে এগরা উইকেয়ারের উদ্যোগে সেই সমস্ত অনাহারী পথ কুকুরদের খাবারের ব্যবস্থা করল সোমবার।তাঁরা দুবেলা খাবার রান্না করে দিচ্ছেন পথকুকুরের দলকে।তাঁদের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ।
No comments