পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম টেঙ্গুয়া চৌরাস্তা
মোড়ে লিখার মধ্যদিয়ে জনসাধারনকে করোনার ভাইরাসের শতর্কীকরন করেন স্থানীয় সমাজ সচেতক নাগরিকবৃন্দের
উদ্যোগে রাস্তায় লক ডাউন ও করোনা সম্পর্কে সচেতনতার রাস্তা …
পূর্ব মেদিনীপুর নন্দীগ্রাম টেঙ্গুয়া চৌরাস্তা
মোড়ে লিখার মধ্যদিয়ে জনসাধারনকে করোনার ভাইরাসের শতর্কীকরন করেন স্থানীয় সমাজ সচেতক নাগরিকবৃন্দের
উদ্যোগে রাস্তায় লক ডাউন ও করোনা সম্পর্কে সচেতনতার রাস্তা লেখন। লক ডাউন ও প্রশাসন এর সতর্কতা উপেক্ষা করে একদল মানুষ রোজ রাস্তায় বেরোচ্ছেন। প্রশাসন হাজার বললেও শুনছে না। তাই আজ নন্দীগ্রামে বুকে যাতে আগামীকাল থেকে বাকি দিনগুলি মানুষ ঠিকঠাক লকডাউন পালন করেন, অযথা রাস্তা ঘাটে না বেরোন, নিজেকে ও সুরক্ষিত রাখতে বাড়িতে থাকেন এইসব নিয়ে সতর্কবাণী লেখা চলছে। এই উদ্যোগ কে স্বাগত জানাচ্ছেন এলাকার মনুষজন।
No comments