তমলুক:পূর্ব মেদিনীপুরঃ দেশজুড়ে চলছে লকডাউন।আর সেই লকডাউনে প্রতিনিয়ত পুলিশের নজর এড়িয়ে তমলুক শহরের ছুটে বেড়াচ্ছে টোটো। লকডাউন কে উপেক্ষা করে যেসব টোটো তমলুক শহরে বেরিয়েছে তাদের ধরপাকড় শুরু করলো তমলুক থানার পুলিশ। ডিএসপি ট্রা…
তমলুক:পূর্ব মেদিনীপুরঃ দেশজুড়ে চলছে লকডাউন।আর সেই লকডাউনে প্রতিনিয়ত পুলিশের নজর এড়িয়ে তমলুক শহরের ছুটে বেড়াচ্ছে টোটো। লকডাউন কে উপেক্ষা করে যেসব টোটো তমলুক শহরে বেরিয়েছে তাদের ধরপাকড় শুরু করলো তমলুক থানার পুলিশ। ডিএসপি ট্রাফিক এর নেতৃত্বে তমলুক থানার পুলিশ মানিকতলা মোড়, হসপিটাল মোড় সহ বিভিন্ন এলাকা থেকে পনেরোটি টোটো বাজেয়াপ্ত করে। টোটো গুলিকে তমলুক থানায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসার জন্য রোগীদের নিয়ে যাওয়া টোটো গুলিকে অবশ্য ছাড় দেওয়া হয়েছে। বারেবারে সচেতন করা হচ্ছে মানুষকে কোনোমতেই বাড়ির বাইরে বেরোবেন না। তা সত্ত্বেও বেশ কিছু উৎসাহী টোটো চালক রাস্তায় বেরিয়েছে। সেইসব টোটোদের ধরতেই পুলিশের এই অভিযান।
No comments