পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে শূল স্টিল কোম্পানি ও কোলাঘাটের একটি লৌহ বিপনীর সহযোগীতায় কোলাঘাট ব্লক এলাকার ১০০০ দুঃস্থ পরিবারকে ১০ কিলো করে চাল ও বিস্কুট তুলে দেওয়া হলো।এই লকডাউনের সময় দুঃস্থ মানুষদের পাশে থাকার উদ্দেশ্যেই কোম্পান…
পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে শূল স্টিল কোম্পানি ও কোলাঘাটের একটি লৌহ বিপনীর সহযোগীতায় কোলাঘাট ব্লক এলাকার ১০০০ দুঃস্থ পরিবারকে ১০ কিলো করে চাল ও বিস্কুট তুলে দেওয়া হলো।এই লকডাউনের সময় দুঃস্থ মানুষদের পাশে থাকার উদ্দেশ্যেই কোম্পানির এই বিশেষ প্রয়াস।কোলাঘাটের এি লৌহবিপনীর পক্ষ থেকে জানানো হয়,আগামীদিনেও তারা মানুষের পাশে থেকে কাজ করবে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোলাঘাটের বিধায়ক ইব্রাহিম আলি,সহসভাপতি রাজকুমার কুন্ডু,দেবব্রত পট্টনায়েক সহ বিশিষ্টজনেরা।
No comments