Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদল থানার উদ্যোগে ছোলা বাড়ির মাঠে শুরু হলো 'নো মাস্ক, নো সেল' পদ্ধতিতে বাজার

পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বাজারে 'নো মাস্ক, নো সেল' পদ্ধতিতে বসছে বাজার।
 নোভেল করোনার ভয়াল থাবায়  ইতিমধ্যে গোটা রাজ্যজুড়ে বেড়ে  চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্র ও রাজ্য প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে বিভিন্ন সতর…




পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বাজারে 'নো মাস্ক, নো সেল' পদ্ধতিতে বসছে বাজার।
 নোভেল করোনার ভয়াল থাবায়  ইতিমধ্যে গোটা রাজ্যজুড়ে বেড়ে  চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্র ও রাজ্য প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত কয়েকদিন আগে সরকারি বিশেষ নিয়মাবলীতে জারি করা হয় সমস্ত মানুষকে মাস্ক পরা বাধ্যতামূলক। তাই এবার রাজ্যের অন্যতম হটস্পট পূর্ব মেদিনীপুর এর মহিষাদল এ ভেতর বাজার থেকে বাইরে বের হয়ে  মহিষাদল রাজবাড়ীর ছোলা বাড়ির মাঠে শুরু হলো 'নো মাস্ক, নো সেল' পদ্ধতিতে  বাজার।


 মহিষাদল থানার উদ্যোগে শুক্রবার মাইকিং করে জানানো হচ্ছে যে বিনা মাস্কে ক্রেতা বা বিক্রেতা কেউই বাযারে থাকবেন না।যাদের কাছে কোন মাক্স নেই তাদেরকে বাজার করতে দেওয়া হবে না। মহিষাদল থানার উদ্যোগে বাজারে গিয়ে মাক্স বিতরণ করা হয়। মহিষাদল পঞ্চায়েত সমিতির উদ্যোগে বারবার নির্দেশিকা জারি করা হচ্ছে যে কোন রকম ভাবেই অকারণে বাড়ির বাইরে বের হবেন না। সরকারি নির্দেশ মেনে চলুন। লকডাউন কে সমর্থন করুন। এই লকডাউনকে অমান্য করলে  জেল ও জরিমানা হতে পারে। সুস্থ থাকুন বাড়িতে থাকুন।  তবেই এই করোনাভাইরাস থেকে মুক্তি পাবো আমরা।

No comments