গিমাগেরিয়া হাই মাদ্রাসাতে একটি স্বেচ্ছাসেবী সংগঠন "আমরা সবাই " স্বেচ্ছাসেবী সংগঠন থেকে ৭০জনকে ত্রাণ বিলি করা হয় এই স্বেচ্ছাসেবী সংগঠন থেকে উপস্থিত ছিলেন গিমাগেরিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আহমেদ হোসেন ও মাজনা হাই মা…
গিমাগেরিয়া হাই মাদ্রাসাতে একটি স্বেচ্ছাসেবী সংগঠন "আমরা সবাই " স্বেচ্ছাসেবী সংগঠন থেকে ৭০জনকে ত্রাণ বিলি করা হয় এই স্বেচ্ছাসেবী সংগঠন থেকে উপস্থিত ছিলেন গিমাগেরিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আহমেদ হোসেন ও মাজনা হাই মাদ্রাসার টিআইসি শেখ সাবীর উদ্দিন।
সম্পাদক সংগঠনের শিক্ষক আমানুর হোসেন, শিক্ষক রহমত আলী শাহ, শিক্ষক সেক আসপি উদ্দিন এবং আইনজীবী আবু সোহেল উপস্থিত ছিলেন। আজকে 70 টি পরিবারের হাতে চাল 5 কেজি ,ডাল 1 কেজি , আলু 3 কেজি, পেঁয়াজ 1 কেজি, চিনি 1 কেজি, ছোলা 1 কেজি ,খেজুর প্যাকেট , এছাড়া মসলা দেওয়া হয়। এই স্বেচ্ছাসেবী সংগঠনটি "আমরা সবাই"2017 থেকে মানুষের পাশে নিঃশব্দে কাজ করে যাচ্ছে। এই মুহূর্তে লকডাউন জেরে অনেক মানুষ ঘর থেকে বেরোতে পারছেন না।
,,"আমরা সবাই" সংগঠনের সভাপতি শিক্ষক হোসেন জানিয়েছেন আমরা যতটা পারি সাধারণ গরিব পরিবারের পাশে দাঁড়াতে চেষ্টা করি এবং আগামী দিনে আমাদের এই সংগঠনটি আরো বেশি লোকের পাশে থাকার চেষ্টা করবে।
No comments