করোনা আতঙ্কের মধ্যেও গরীব মানুষের মুখে হাসি ফোটাতে কাঁথির কিছু যুবক এগিয়ে এসেছেন। শ্রী রমেন্দ্র নাথ সিংহ মহাশয়ের বাড়িতে রান্না করে ২৫০ জন মানুষের বাড়ি বাড়ি খাওয়ার পৌঁছে দিচ্ছেন। ৫দিন ধরে এই ভাবে মানুষের মুখে অন্ন তুলে দেবে…
করোনা আতঙ্কের মধ্যেও গরীব মানুষের মুখে হাসি ফোটাতে কাঁথির কিছু যুবক এগিয়ে এসেছেন। শ্রী রমেন্দ্র নাথ সিংহ মহাশয়ের বাড়িতে রান্না করে ২৫০ জন মানুষের বাড়ি বাড়ি খাওয়ার পৌঁছে দিচ্ছেন। ৫দিন ধরে এই ভাবে মানুষের মুখে অন্ন তুলে দেবেন।
যারা যারা এগিয়ে এসেছেন sinchan payra, অমিতাভ সিংহ, অনিমেশ গিরি, সুমন সাউ, অরিজিৎ কমিলা, আর্য মাইতি, সেসাদ্রি জানা, শিবশঙ্কর বেরা , দেব কুমার বেরা, কিশোর মাইতি, দীনবন্ধু জানা, সেক জাকির, কাঞ্চন চক্রবর্তী।
সকলকে নিয়ে ম্যানেজমেন্ট পরিচালনা করেন অরুণাভ সিংহ,
সকলের সযোগিতায় পেয়ে অরুণাভ সিংহ ধন্যবাদ জ্ঞাপন করেন।
No comments