Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

লকডাউনের মধ্যে ক্যান্সারে আক্রান্ত যুবকের মৃত্যু

এগরা থানার বাসুদেবপুর এলাকায় এক যুবক করোনা উপসর্গ নিয়ে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শুক্রবার সন্ধ্যায় অবশেষে ওই যুবকের শঙ্কর জানা (৩২) মৃত্যু হয়। জানাগিয়েছে গত দশদিন আগে এগরা বাসিন্দা শঙ্কর নামে এক যুবক জ্বর, কাশি ও …



এগরা থানার বাসুদেবপুর এলাকায় এক যুবক করোনা উপসর্গ নিয়ে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শুক্রবার সন্ধ্যায় অবশেষে ওই যুবকের শঙ্কর জানা (৩২) মৃত্যু হয়। জানাগিয়েছে গত দশদিন আগে এগরা বাসিন্দা শঙ্কর নামে এক যুবক জ্বর, কাশি ও শ্বাসকষ্ট শুরু হয়। এরপর পরিবারের লোকেরা উদ্ধার করে কাঁথি মহাকুমা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসক কোন ঝুকি না নিয়ে আইসোলেশানে রেখে লালারস সংগ্রহ করে মেদিনীপুর ম্যেডিক্যাল কলেজের পাঠায়। একদিন পরেই রির্পোটের করোনা ভাইরাস নেগেটিভ আসে।পরিবার সূএে জানাগেছে এগরায় দুলালপুরে শঙ্কর জানা নামে ওই যুবক দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিল। চার -পাঁচ বছর ধরে হাঁপানি রোগে ভুগছিলেন। পরিবারের লোকেরা ওই যুবকের চিকিৎসাও চালাছিল।ঘটনার মধ্যে ওই যুবককে স্ত্রী ছেড়ে চলে যায়।

No comments